রাবি শিক্ষার্থীর আত্মহত্যা; পরিবার চায়না তবে তদন্ত চাই সহপাঠীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাবি শিক্ষার্থীর আত্মহত্যা; পরিবার চায়না তবে তদন্ত চাই সহপাঠীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঢাকায় স্বামীর বাসায় এ ঘটনা ঘটে। দিশার লাশের ময়নাতদন্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি করেছে সহপাঠীরা। 

সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিসার সহপাঠীরা মানববন্ধন কর্মসূচিতে পালন করেন।

কর্মসূচিতে সহপাঠীরা বলেন, “একটা মেয়ে কতটা খারাপ পরিস্থিতিতে পড়লে আত্মহত্যার পথ বেছে নেয়? সদা হাস্যজ্জল হাসিখুশি একটা মেয়ে কেন এমন করলো আমরা এর সঠিক তদন্ত চাই।” 

সহপাঠীরা আরও বলেন, পরিবার চাচ্ছে না লাশ ময়নাতদন্ত করতে। কিন্তু ময়নাতদন্ত না হলে ওর মৃত্যুর রহস্য অজানায় থেকে যাবে। আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই।

প্রসঙ্গত, সোমবার (৬ জুন) বেলা ১২ টায় ঢাকায় স্বামীর বাসায় গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিসা আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর জেলায়।

দু-বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। সোমবার দুপুর ১২ টায় তার নিজ রুমে গলায় ফাঁস দেন। পরে  তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এসএ/