আগুনে পুড়লো কৃষকের সবকিছু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আগুনে পুড়লো কৃষকের সবকিছু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের পূর্বপাড়া গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরু, ১টি বাছুর, ১টি ভেড়া পুড়ে ছাঁই হয়ে গেছে।
 
মঙ্গলবার (৭ জুন) ভোরে ওই গ্রামের কামরুল হাসানের গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। কামরুল হাসান জিনদপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে।

কামরুল হাসান জনবাণীকে জানান, “আমার সব শেষ হয়ে গেল। আগুনে পুড়ে গেল আমার সবকিছু। আজ ভোর রাতে হঠাৎ করে পুকুরে মাছ ধরতে আসা জেলেদের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ২টি গরু ১’টি বাছুর ও ১টি ভেড়া পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এসএ/