সরকারি খালে বিষ প্রয়োগে মাছ নিধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


সরকারি খালে বিষ প্রয়োগে মাছ নিধন

পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে সরকারি খালে বিষ প্রয়োগে মাছ নিধনের আভিযোগ পাওয়া গেছে জেলে নামধারী সংঘবদ্ধ দুর্বৃত্তদের বিরুদ্ধে।

সোমবার (৬ জুন) দিবাগত ভোর রাতের দিকে শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী ও আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে একটি চক্র। এছাড়াও জানা যায় উপজেলার বিভিন্ন নদী এবং খালে মাঝেমধ্যে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে কিছু চক্র। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও খালের বিষাক্ত পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে খালের পড়ে বসবাসকারী জনসাধারণ। এছাড়াও  হাঁস, মুরগি, গরু, ছাগল খালের পানি খেলে মারা যাওয়ার ঝুঁকি থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাসে খালে সকালে হাতমুখ ধুতে গিয়ে লোকজন দেখে অসংখ্য ছোটবড় মাছ, মাছের পোনা, রেণুপোনা,অসুস্থ হয়ে ভেসে থাকতে দেখে স্থানীয় কিছু লোকজন মাছ ধরতে নামে যায়। একশ্রেণীর জেলে নামধারী ব্যক্তিদের যোগসাজসে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে প্রায়ই মাছ শিকার করছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

উপজেলা মৎস কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জনবাণীকে বলেন, ‍“আমি এখানে নতুন এসেছি। অচিরেই স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক প্রচার, মনিটরিং ও আইনি বিষয়ে কথা বলবো।” 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন জনবাণীকে বলেন, “বিষ প্রয়োগের মাধ্যমে ধরা মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। এতে মানব শরীরে দীর্ঘমেয়াদি বিরুপ প্রভাব সৃষ্টি করে।” 

এবিষয়ে দুমকি থানার ওসি মোঃ আব্দুস সালাম জনবাণীকে বলেন, “এ ব্যাপারে থানায় কোন তথ্য জানানো হয়নি, তবে অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসএ/