মুরগি খেতে এসে ধরা পড়লো বিশাল অজগর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুরগি খেতে এসে ধরা পড়লো বিশাল অজগর

বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে মঙ্গলবার (৭ জুন) একটি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি  সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে একটি বিশালাকার অজগর মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীতে মুরগির খোপে হানা দেয়। অজগরটি একটি মুরগি খেয়ে ফেলে। গৃহকর্তা টের পেয়ে বনবিভাগকে খবর দেয়। বনরক্ষীরা ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সহায়তায় অজগরটি ধরে ধানসাগর ফরেষ্ট ষ্টেশনে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আবদুস সবুর জনবাণীকে বলেন, ‍“লোকালয় থেকে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ২০ কেজি ওজনের বিশাল অজগরটি মঙ্গলবার বিকেলে ধানসাগর ষ্টেশনের বনে ছেড়ে দেওয়া হয়েছে।”

এসএ/