দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ এ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে-সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। এই মুহুর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।’

ভবিষ্যতে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

এর আগে মঙ্গলবার (৭ জুন) দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একজন তুর্কিয়ের নাগরিক ঢাকা পৌঁছালে মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয় বলে জানান সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান।

ওআ/