মসজিদ রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মসজিদ রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব!

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদের সিড়ি, অজুখানা, ঘাটলা ও মসজিদ সংলগ্ন কবরস্থান ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ জেলা আলেম সমাজ ও তৌহিদী জনতা।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন

মিরকাদিম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার এতে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলেম মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, “মসজিদ আল্লাহর ঘর, এ ঘরের সাথে মুসলমানদের আবেগ-অনুভূতি জড়িত আর এই পৃথিবীতে মসজিদকেন্দ্রিক মুসলিম সমাজের ক্রমবিকাশ ঘটেছে। এদেশের ধর্মপ্রাণ মানুষ না খেয়ে না পড়ে কিংবা কুড়ে ঘরে থেকে হলেও মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করাতে প্রশান্তি লাভ করে। যেখানে সরকার নিজস্ব অর্থায়নে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০ টি নান্দনিক মডেল মসজিদ নির্মাণ করছে যা পৃথিবীর ইতিহাসে বিরল সেখানে সামান্য খালের অজুহাত দেখিয়ে মসজিদের সিড়ি, অজুখানা টয়লেট গুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান তাদের হাত থেকে রক্ষা পায়নি। যা অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে মসজিদের ক্ষতিগ্রস্ত সিঁড়ি অজুখানা ও টয়লেট পুননির্মাণ করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি।”

শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপি চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান কারিমি, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা সাদেক আমিন প্রমুখ।

এসএ/