৭৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৭৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রাজধানীর রুপনগর এলাকা থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল।

মঙ্গলবার (৭ জুন) রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান চালায়। অভিযানে কিশোরগঞ্জের মোঃ জাফর নামের মাদক ব্যবসায়ী মাদকসহ আটক হয়।

র‌্যারের বরাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/