যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী (৩২) উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির ধনশ্রী গ্রামের ছুরুক আলীর পুত্র। 

রমজান আলী চুরি-ডাকাতি করতো বলে জানা গেছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক চুরি-ডাকাতির মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃত জুমান  মিয়া, রহিম মিয়া ও রোমান মিয়া ওই গ্রামের আঃ আওয়ালের পুত্র।  

পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের সাথে পূর্ব শত্রুতা ছিলো, এরই জেরে মঙ্গলবার দিবাগত রাতে তারা বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর  করে। রমজান আলীকে ধানের জমিতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জনবাণীকে বলেন, “রমজান আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।” 

অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউপির নালুয়া চা-বাগান (ধর্মনাথ) টিলার থুথু বাড়াইকের পুত্র মনিরাম বাড়াইক (৬০) নামে  এক চা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, মনিরাম বাড়াইকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এসএ/