চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে ২ যুবতীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার নবগঠিত গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়নের দুই গ্রামের ২ যুবতী গলাই ফাঁস লাগিয়ে আত্নহত্যা করছে।
জানা গেছে, বুধবার (৮ জুন) সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজার পাড়ার বন্যা (২৩) স্বামী শ্রী কৃষ্ণনোর সাথে অভিমান করে নিজ শোয়ার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসি।
এ ঘটনার ২ ঘন্টার ব্যবধানে তিতুদহ ইউনিয়নের তিতুদহ মাছপাড়ার তোফায়েল আহম্মেদের স্ত্রী কবিতা খাতুন (২০) পারিবারিক কলহের জেরে স্বামীর উপরে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জনবাণীকে বলেন, দুটি আত্নহত্যার ঘটনা ঘটছে। আমি একটি লাশ দর্শনা থানায় নিয়ে এসেছি। আরেকটি লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছে।লাশ দুটির ময়নাতদন্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
