দাড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

ঝিনাইদহে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৯ জুন) ভোরে জেলার শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক পাবনা শহরের ভাঙ্গুড়ার বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশের উজ্জ্বল হোসেন (৩০)।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জনবাণীকে জানান, “রাজশাহীর বাঘা বাজার থেকে ছেড়ে আসা আম বোঝায় একটি পিকআপ বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জনবাণীকে জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
