আবারো সম্রাটের জামিন আবেদন, ২১ জুন শুনানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আবার জামিন আবেদন করেছেন। ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জাসানের আদালতে বৃহস্পতিবার (৯ জুন) জামিনের আবেদন করা হয়। বিচারক আগামী ২১ জুন জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন।
সম্রাটের জামিন আবেদনের তথ্য নিশ্চিত করেন তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা।
নথি থেকে জানা গেছে, গত ১১ মে তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। এরপর ১৬ মে দুদক সম্রাটের জামিন বাতিলের আবেদন করে উচ্চ আদালতে। ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন বাতিল করেন। একইসঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারককেও সতর্ক করেন আদালত।এরপরে বিগত ২৪ মে আদালতে আত্মসমর্পণ করলে, বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো—অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।
সবশেষ গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব।
এসএ/