কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নকে রুখে দিতে পারবে না: হুইপ ইকবালুর রহিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, “শেখ হাসিনা ছাড়া দেশের কোন ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়। দেশের টাকায় পদ্মা সেতু নির্মান করায় বিশ্বব্যাপী আজ প্রসংশিত শেখ হাসিনা। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দেশ উন্নত দেশের কাতারে আরও একধাপ এগিয়ে গেলো। কোন বাধা, ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নকে রুখে দিতে পারবে না। ”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন। দেশের সকল খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন। প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিানার সাফল্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ”
ইকবালুর রহিম আরও বলেন, “ক্রীড়াঙ্গনে দিনাজপুর এখন বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। লিটন দাস দেশের হয়ে টেস্ট ক্রিকেট সহ অধিনায়কের দায়িত্ব পালন করছে। এ ছাড়াও ধীমান ঘোষ, দীপসহ বিভিন্ন খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে। এটা দিনাজপুরের জন্য একটি গর্বের বিষয়। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।”
হুইপ বলেন, “খেলাধুলা যেকোনো ধরনের ভুল পথে যাওয়া বন্ধ করার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক শক্তি। জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলা করতে হবে। দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে অগ্রনি ভুমিকা পালন করছে।”
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় দিনাজপুর স্টেডিয়ামে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক)-২০২২ (অনুর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয়গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা)-২০২২ (অনুর্দ্ধ-১৭) এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক)-২০২২ (অনুর্দ্ধ-১৭)- চুড়ান্ত খেলায় ফুলবাড়ী উপজেলাকে হারিয়ে ঘোড়াঘাট উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা)-২০২২ (অনুর্দ্ধ-১৭) এর চুড়ান্ত খেলায় বীরগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সদর উপজেলা।
ঘোড়াঘাট উপজেলা চ্যাম্পিয়ন দলের পক্ষে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করেন ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্ট।
এসএ/