প্রধান দুই রাজনৈতিক দলের কর্মকাণ্ড একই: জিএম কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“জাতীয় পার্টির নিজস্বতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দেশের প্রধান দু’টি রাজনৈতিক দলের মধ্যে জনগণের অপছন্দের কাজ করার দিক থেকে মিল আছে। তাই মানুষের প্রত্যাশা একটি বিকল্প দল।”
শনিবার (১১ জুন) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন একথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, “বাংলাদেশের প্রধান যে দুটি দল আছে তাদের মধ্যে আদর্শগত অনেক ফারাক দেখা গেলেও কর্মকাণ্ডের দিক থেকে তাদের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের অপছন্দের কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে মিল রয়েছে। দেশের মানুষের এখন প্রত্যাশা বিকল্প একটি রাজনৈতিক দল। আমরা লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি চাই আমরা যেন মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারি।”
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নেবো জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। একক নাকি সরকার পক্ষ বা বিরোধী পক্ষের সাথে জোট করবে। আমরা পরবর্তীতে জনগণের প্রত্যাশা ও আমাদের দলীয় নীতি নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো।”
এই সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বালা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট রেজাউল হক ভূইঁয়া, লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপিসহ প্রমুখ।
এসএ/