খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত তাই তারা নির্বাচন করতে চায়না: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এম,পি বলেছেন, “জাতির শেখ মুজিবুৃর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল এবং মর্যাদাশীল রাষ্ট্রের কথা। কি দর্শন নিয়ে বঙ্গবন্ধু দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নে তার কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।ভিক্ষুকের জাতির কোনো সন্মান নেই। মহান মুক্তিযুদ্ধে ২০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন, দুই লক্ষ মানুষ সম্ভব হারিয়েছেন।”
রেলপথমন্ত্রী শনিবার (১১জুন) দুপুরে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন,পঞ্চগড় হতে সান্তাহার রুটে আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন চলাচলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও মন্ত্রী রেলস্টেশনের কার পার্কিং এরিয়া, এপ্রোচ রোড গেট এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসীম কুমার তালুকদার মহাব্যবস্থাপক(পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে রাজশাহী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল হক,জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড় মো. আনেয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
রেলমন্ত্রী বলেন, “চলতি বছরে পঞ্চগড়-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে। ভারসাম্য যোগাযোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। হাতে হাত রেখে কাদে কাদ রেখে পরিবারের মতো রেলকে গড়ে তুলতে হবে। পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ নির্মাণ করা হবে। এই প্রকল্পটির সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এব তা পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এরপরে একনেকে যাবে তারপর অুনমোদন হলে টেন্ডার হবে। প্রকল্পটি বাস্তবায়নে ভারত অর্থায়ন করতে চায়। ভারত প্রস্তাব দিয়েছে দর্শনা হাড্রীজ ও হলদিবাড়ি হয়ে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে চায়। পঞ্চগড় -বাংলাবান্ধা রেলপথ নির্মাণ হলে ভারতের ভূ-খন্ড ব্যবহার করে বাংলাদেশের কোন বাস -ট্রেনকে নেপাল ও ভূট্রানে নিযে যেতে পারি। এটি আমরা প্রস্তাব রেখেছি। যা আলোচনার টেবিলে রয়েছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন ২০১১ সালে রেলের আলাদা মন্ত্রনালয় গঠন করেন এবং এই রেল ব্যবস্থাকে উন্নত সমৃদ্ধশালী করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।”
রেলপথমন্ত্রী বলেন, “পদ্মা সেতু আজকে উদ্বোধন হতে যাচ্ছে। ২০২৪ সালে রেল লাইনটির প্রকল্পের কাজ শেষ হবে আমরা আশা করছি। ঠিক যমুনা সেতুর উপড় দ্বিতীয় রেলসেতু নির্মাণ হচ্ছে সেটিও ২০২৪ সাল পর্যন্ত সময় নির্ধারণ রয়েছে। মন্ত্রী তার বক্তব্যে বলেন ‘ এই দোলন চাপায় সব ধরনের কৃষিপন্য মাছ মাংস পরিবহণ করা যাবে।”
মন্ত্রী বলেন, “আজকে আপনারা বিরোধী দল লেকচার দিচ্ছেন। নানা ভাবে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত । আওয়ামীলীগের ও সরকারের বিরোধীতা ছাড়া তাদের কোন কর্মসূচী নেই। আজকে জনগণের সামনে দাঁড়ানোর কর্মসূচী নেই। তাদের যে নেতা খালেদা জিয়া আজকে জেলখানায় বন্দি ‘ সাজাপ্রাপ্ত তার নির্বাচনে অংশ গ্রহন করা কোন সুযোগ নেই ‘সংবিধানেও নেই। তারেক জিয়া ‘সে আজকে পলাতক এবং জেলে ‘সেও সাজাপ্রাপ্ত। তাই তারা নির্বাচনে আসতে চায়না। তাদের জনগনরে নিকট তাদের কোন বক্তব্য নেই।”
রেলপথ মন্ত্রী সুজন বলেন, “তারা তিনবার ক্ষমতায় আসে অন্ধকার পথে চোরাইপথে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসে। একই ভাবে এরশাদ মার্শাল দিয়ে ক্ষমতা গ্রহন করে। তারা প্রতিদ্বন্দি দাবি করে আমরা দেখেছি তারা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি ও দুর্নীতি ছড়িয়ে দিয়েছিল। তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে ‘সেই শক্তির ধারা অব্যাহত রাখতে চেয়েছিল। তারা বলেছিল আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এদেশ ইন্ডিয়া হয়ে যাবে‘ মসজিদে নামাজ পড়া যাবেনা। তাই তাদের বিষয়ে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”
এসএ/