সুপারি গাছ কাটায় কুপিয়ে হত্যা, পিতাসহ ২ পুত্র গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহে গফরগাঁওয়ে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল মিয়া (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন পিতা পুত্রকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। নিহত বাবুল মিয়া উপজেলার ষোলহাসিয়া এলাকার শামসুল হকের ছেলে।
শনিবার (১১ জুন) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গফরগাঁও ষোলহাসিয়া এলাকার মৃত সমর উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫০) ও তার ছেলে মো. সুবল মিয়া (২৫) এবং মো. সুমন (৩০)।
এর আগে শুক্রবার (১০ জুন) দ্বিবাগত রাতে জেলার ভালুকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে র্যাব-১৪'র সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত আসামীদের সাথে দীর্ঘদিন যাবত নিহত বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২০ মে বিকালে ওই বিরোধপূর্ণ জমিতে বাবুল মিয়া সুপারি গাছ কাটতে যায়। এই নিয়ে দু'পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বাবুল মিয়াকে স্থানীয়রা প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে ভর্তি করলে বাবুলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
এই ঘটনার পর নিহতের ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে গফরগাঁও থানার মামলা দায়ের করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/