সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-সিলেট-আখাউড়া রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এ সড়ক দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগে সেটি জানা যায়নি।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টার পরে শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত দেখা যায়। এরপর প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন থামানো হয়। তখন যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেন। কর্তৃপক্ষ আগুন লাগা দুটি বগি বিচ্ছিন্ন করে দেয়। এসময় ট্রেনের জেনারেটর বগি ও পার্শ্ববর্তী যাত্রীবাহী বগিতে আগুন জ্বলতে দেখা যায়।
আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল বলেন, ‘ট্রেনের পাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্রাংকিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
শমশেরনগর স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন বলেন, ‘এ ঘটনার পর সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে আটকা রয়েছে। তবে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে এসেছে।’
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ওআ/