ডেসটিনির রফিকুল আমিনের স্ত্রী করাগারে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনে মামলায় প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনের স্ত্রী মিসেস ফারাহ দীবাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এর আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এরআগে, ১২ মে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত আলোচিত এই রায় ঘোষণা করন। এর আগে, গত ২৭ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্কে শুনানি শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করা হয়েছিল।
২০১৪ সালের ৪ মে দুই মামলায় চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় আসামি ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায় আসামি ১৯ জন। ডেসটিনির এমডি রফিকুল আমিন ও তার স্ত্রীসহ ১৪ জনের নামে দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন।
জি আই/