পরকীয়া প্রেমে বিয়ে, মা-বোনের সঙ্গে স্ত্রীর ঝগড়ায় স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের পর বিয়ে আর এ বিষয়টি নিয়ে মা-বোনের সঙ্গে স্ত্রীর প্রায়ই ঝগড়া। আর এ বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বামী।
সোমবার (১৩ জুন) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার ভোর রাতে উপজেলার উত্তর কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বর মোল্লা কামরুল ইসলাম জানান, “উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কাইনমারী গ্রামের বাসিন্দা শেখ মোঃ শরীফ (২৮) পেশায় একজন ওয়ার্কশপ পিটার। শরীফ অন্যান্য দিনের মত রোববার রাতে ওয়ার্কশপের কাজ শেষে বাড়িতে গেলে স্ত্রীকে নিয়ে মা ও বোনদের সাথে ঝগড়া হয়। পরিবারে এমন ঝগড়াঝাঁটি প্রায়ই হতো। মুলত শরীফের এ স্ত্রীর আগে অন্যত্র বিয়ে ছিল, পরে তার সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে বিয়ে করেন শরীফ। সেই পূর্বের বিয়ের খোটা দিয়ে শরীফের মা-বোনেরা প্রায় স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করতো। সেই ঝগড়াঝাটির জেরে মা-বোনদের উপর অভিমান, রাগ ও ক্ষোভে সোমবার ভোর রাতে থাকার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শরীফ। শরীফের সংসারে এক বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।”
পরে আত্মহত্যার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জনবাণীকে বলেন, “যতটুকু শুনেছি পারিবারিক কহলের কারণে শরীফ আত্মহত্যা করেছে। তার লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
এসএ/