মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন, গ্রেফতার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন, গ্রেফতার ১

রাজশাহীর বাঘায় মিষ্টি কুমড়ার মধ্যে কৌশলে পাচারকালে ৩০০ গ্রাম হেরোইনসহ মাসুদ মন্ডল (২০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫। 

রোববার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরগঞ্জ মোড় এলাকার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মাসুদ মন্ডল উপজেলার বামনডাঙ্গা গ্রামের মাতু থান্দারের ছেলে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, রাজশাহী-বাঘাগামী ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩ নম্বরের রাজা বাদশা নামের একটি যাত্রীবাহী বাসে মাসুদ মন্ডল দুটি মিষ্টি কুমড়ার মধ্যে করে ৩০০ গ্রাম হেরোইন নিয়ে যাচ্ছিলেন। বাসটি মীরগঞ্জ মোড় এলাকায় পৌছলে পথরোধ করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় বাস তল্লাসি শুরু করা হলে বাসের জানালা দিয়ে মাসুদ মন্ডল পালানোর চেষ্টা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা দুটি মিষ্টি কুমড়ার মধ্যে ৩০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড, একটি মেমোরিকার্ড জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জনবাণীকে বলেন, ‍“তার নামে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদি হয়ে মামলা করেন।”

এসএ/