কক্সবাজারে ফ্ল্যাট থেকে ৮ জুয়ারি ১৩ লাখ টাকাসহ আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কক্সবাজারে  ফ্ল্যাট থেকে ৮ জুয়ারি ১৩ লাখ টাকাসহ আটক

কক্সবাজারে পর্যটন এলাকার একটি ফ্ল্যাটে জুয়ার আসর থেকে ১৩ লাখ টাকাসহ আট জনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন আলমগীর হোসেন (৩৯), নবী সুলতান (৪৮), কবির আহমদ (৪৭), শামীম আহমদ (৪৬), কামাল উদ্দিন (৩০), রাসেল আহমদ (৩৬), মোহাম্মদ নুর (৩৮) ও রবিউল হোসেন (৩৫)।

সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে হোটেল-মোটেল জোনে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, হোটেল-মোটেল জোনের একটি ফ্ল্যাটে ‘ক্যাসিনো বোর্ড’ দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ আট জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জি আই/