গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের অ্যাপারেল প্লাস নামের পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। গাজিপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সিটির চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ‍“ওই কারখানার সাত তলা ভবনের চার তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।”

এদিকে কারখানাটির পক্ষ থেকে জানানো হয়, আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসএ/