ভোটকেন্দ্রের বাইরে ফাটল গ্যাস সিলিন্ডার, নিহত ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভোটকেন্দ্রের বাইরে ফাটল গ্যাস সিলিন্ডার, নিহত ১

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের বাইরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।  

নিহত বেলুন বিক্রেতা জাহিদুল ইসলামের (২২) বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাওডুবি এলাকায়।

গুরুতর আহত রাকিবুল (১৮) ও জোবায়ের (২৫) একই এলাকার মাতুব্বরের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। আহত আরেকজন রাজৈর উপজেলার শংকরদী গ্রামের আদনান মোল্লা (১২)। তাদেরকে মুমূর্ষু অবস্থায় প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে ভোট চলাকালীন শংকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বেলুন বিক্রি করছিলেন জাহিদুল। বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় জাহিদুল ইসলামের দুই পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত আরো তিনজন আহত হন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

জি আই/