পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার রুবায়াত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার রুবায়াত

স্বপ্নের সেতু উদ্বোধনের পরদিন যান চলাচল শুরু হয়েছে। রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এ স্থাপনার ওপর দিয়ে।

প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে পদ্মা সেতুর দুই প্রান্তে রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেকে। 

এদিন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু হয়ে যায়।

পদ্মা সেতু পার হওয়ার মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে এসে রবিবার সকালে সেতুতে ওঠেন রুবায়াত রুবা।

তিনি বলেন, সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। এ অনুভূতি প্রকাশ করার মতো না। এ সময় তিনি সবাইকে আইন মেনে সেতু দিয়ে গাড়ি চালানোর অনুরোধ করেন।

পেশায় ইউটিউবার রুবায়াত রুবা জানান, আমি পদ্মা সেতু পাড়ি দেবার পাশাপাশি ইউটিবের জন্য কন্টেন্ট বানাতে এসেছি। এখান শ্যুট করে ঢাকায় ফিরে কন্টেন্ট বানাব।

এদিকে স্বপ্নের সেতু দিয়ে নদীর পারাপার হতে পেরে সবার মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ টোল দিয়ে সেতুতে উঠছে।

ওআ/