নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ৪

নরসিংদীতে ৪ পথচারীদের পিসে দিয়ে দিয়ে কাভার্ডভ্যান খাদে পড়েছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে জেলার রায়পুরা উপজেলায় মাহমুদাবাদ বাজার মেশিনঘর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪ জন হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০), মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া এবং একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ওসি মোজাম্মেল হোসেন জনবাণীকে জানান, ‍“আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ পথচারী নিহত হন। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।” 

তিনি আরো জানান, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, কাভার্ডভ্যানটি মেশিনঘর এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এসএ/