পদ্মা সেতুর টোল প্লাজার সামনে গাড়ি চাপায় নারী নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় নাম না জানা এক নারী (৬০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ, ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা উত্তর থানার কাছের এক্সপ্রেসওয়ে দিয়ে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর করা হয়।
সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
জি আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
