রান্নাঘরে মিললো ৭১টি বিষধর সাপ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের উত্তর পাড়ার মোজাম্মেল হকের ছেলে আলামিনের বাড়ীর রান্নাঘর থেকে একটি বড় গোখরা ও ৭০টি বাচ্চা সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলার পাশ থেকে এই সাপ গুলো উদ্ধার করা হয়।
দামুড়হুদা সদর ইউপির সদস্য ঐ গ্রামের হাসান আলি জনবাণীকে জানান, “সকালে বাড়ীর লোকজন রান্নাঘরে কাজ করার সময় চুলার পাশে একটি বাচ্চা সাপ দেখতে পায়। এ সময় সেটি মেরে ফেলা হয়। পরে চুলার পাশে একটি গর্ত দেখে আরো সাপ আছে এমন সন্দেহ হয়। তখন প্রতিবেশিদের সহায়তায় সেখান কার মাটি খুড়ে ১টি বিষধর মা গোখরা ও ৭০ টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপ দেখতে ভিড় জমায়।
এসএ/