চরাঞ্চলে উপযুক্ত শিক্ষক নিয়োগ ও অবকাঠামো নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের চরাঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষক নিয়োগ আরও গতিশীল করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষার জন্য চরাঞ্চলে শিক্ষক পাওয়া যায় না। সে বিষয়টি মাথায় রেখে এখন নানা রকমের অডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। যাতে চরের শিক্ষার্থীরা কোনো অবস্থায় পিছিয়ে পড়তে না পারে। চরাঞ্চলে উপযুক্ত শিক্ষক নিয়োগ এবং অবকাঠামো নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০১টি পরিবারের মধ্যে ৫৬ লাখ টাকার চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মৌলবাদী, দেশবিরোধী, যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামায়াতের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া কোনো তথ্যই যেন যাচাই না করে আমরা অন্য কারো কাছে না দেই।
চেক বিতরণ অনুষ্ঠানে দীপু মনি বলেন, পৃথিবীর কোনো দেশ বলেনি- আমার দেশের মানুষ আর গৃহহীন থাকতে পারবে না। অনেক ধনী দেশ রয়েছে, তাদের দেশের মানুষ রাস্তা-ঘাট, মার্কেট, ফুটপাতে জীবনযাপন করছে। তাদের দেশের সরকার গৃহহীন মানুষের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করে না। কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করেছে। তিনি গত পরশু ২৬ হাজারেরও বেশি পরিবারকে ঘর দিয়েছেন, যারা ঘর পাননি তাদেরও ঘর দেওয়া হবে।
ওআ/