Logo

‘দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে’

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৩:৫০
591Shares
‘দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে’
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে।

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে।

বুধবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন, ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো। দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে। এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিলো সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে। এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে। ফলে ভারত থেকে বিনা বাঁধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে। 

সেই স্ট্যাটাসে তিনি আরও বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারাদেশের নদ নদী পাহাড় সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মরুভূমির নিচে তেল থাকবে। সেখানে হাজার হাজার উট দুম্বা ভেড়া চড়ে বেড়াবে। আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দেরকে ভাড়া করে এনে সাণ্ডার খামার তৈরি করবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD