Logo

শ্রীপুরে জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারী, ২০২৪, ০২:৩৯
573Shares
শ্রীপুরে জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ
ছবি: সংগৃহীত

নির্বাচনে জাতীয় পার্টি আমাকে কোন ধরনের সহযোগিতা করেনি।

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনে দলীয় সহযোগিতা না পাওয়ার দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের আরও পাঁচজন নেতা পদত্যাগ করেছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পদত্যাগী অন্য নেতারা হলেন, মাওনা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সামিউল ইসলাম, পৌর ছাত্রসমাজের সভাপতি আশরাফ হোসেন আবিরসহ আরও দুজন।

বিজ্ঞাপন

অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন ‘আমি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনে জাতীয় পার্টি আমাকে কোন ধরনের সহযোগিতা করেনি।

বিজ্ঞাপন

এ ছাড়া আমার ব্যক্তিগত কারণে আমি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি। এখন থেকে উপজেলা জাতীয় পার্টির সব পদ-পদবি ও সাধারণ সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতিমধ্যে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক  বরাবর একটি পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. কামরুজ্জামান মণ্ডল  বলেন, নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে প্রার্থীকে সব ধরনের সহযোগিতা করছে। তিনি কি কারণে পদত্যাগ করলেন, আমি বলতে পারব না। 

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD