চুয়াডাঙ্গার-২ আসনে চতুর্থ বার এমপি হলেন হাজী আলী আজগর টগর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪


চুয়াডাঙ্গার-২ আসনে চতুর্থ বার এমপি হলেন  হাজী আলী আজগর টগর
হাজী আলী আজগর টগর - ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার-২ আসনে আওয়ামী লীগের হাজী আলী আজগর টগর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে  ১ লাখ ৭ হাজার ৫৯৯  ভোট পেয়ে বিজয়ী হন।


রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।


চুয়াডাঙ্গার-২ আসনে এবারের নিবার্চনে শুরু থেকে ৯ জন প্রার্থী হলেও দুইজন প্রত্যাহার করে নেওয়ার পর দলীয় ও স্বতন্ত্র ৭ জন প্রার্থী ছিলেন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর (নৌকা), জাকের পার্টির মনোনীত আব্দুল রতিফ খান (গোলাপ ফুল) ও মো. রবিউল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিউপিলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী (আম), দেওয়ান মো. ইয়াসিন উল্লাহ (মশাল) ও নজরুল ইসলাম (ফ্রিজ) ও  ট্রাক  প্রতীকে ভোট করেছেন।


এ নিবার্চনে ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন মোট ভোটার সংখ্যা। চুয়াডাঙ্গা ২ আসনে ১৭৩ কেন্দ্র এর মধ্যে মোট ভোট প্রদানের ৪০%ভোট পোল হয়েছে বলে জানা।


আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  হাজী আলী আজগার টগর নৌকা প্রতিকে ১ লাখ ৭ হাজার ৫৯৯ মোট ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের থেকে ৪৮ হাজার ৭০৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। 


জেবি/এসবি