মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।
বিজ্ঞাপন
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, ‘‘আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম দ্রুতই প্রকাশ করা হবে।’’
প্রতিবছরের মতো এবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষার আবেদন প্রক্রিয়া, আসন সংখ্যা, পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।