ডেঙ্গুতে ১ দিনে আরও ৪ জনের মৃত্যু

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা চারজনই পুরুষ; বয়স যথাক্রমে ৩৯, ১৩, ১৪ ও ৫৫ বছর।
বিজ্ঞাপন
একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়—ঢাকা উত্তর সিটিতে ১৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১০১, বরিশালে ১৩০, চট্টগ্রামে ৮২, খুলনায় ৪৮, ময়মনসিংহে ৪০, রাজশাহীতে ৬৩, রংপুরে ৩২ ও সিলেটে ৭ জন নতুন করে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।