ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে: জাতীয় পার্টির প্রার্থী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ এএম, ২৮শে ডিসেম্বর ২০২২


ভোটকেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে: জাতীয় পার্টির প্রার্থী
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করে বলেছেন, ইভিএমের সমস্যা আজ প্রমাণ হয়ে গেছে। তিনি সকালে ভোট দিতে এসে এমন মন্তব্য করেছেন।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে তিনি বলেন, তৎক্ষণাত সাময়িক অকার্যকর হয়ে যায় ইভিএম। তিনি বলেন, ইভিএমে অনেক ধরণের ত্রুটি আছে।


তিনি বলেন, কেন্দ্রে গিয়ে দেখি ইভিএম হ্যাং হয়েছে। এই যদি ইভিএমের অবস্থা হয়, তাহলে মানুষ ভোট দেবে কীভাবে? আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার শোনেননি। 


এরপর ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন মোস্তাফিজার রহমান। আধা ঘণ্টা পর ইভিএম সচল হলে কেন্দ্রের লোকজন তাকে ডেকে নিয়ে যান। এরপর ভোট দিয়ে বেরিয়ে মোস্তাফিজার রহমান বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।