বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ এএম, ১লা ফেব্রুয়ারি ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দম ফুরিয়ে গেছে তাই হাঁটা শুরু করেছে। পদযাত্রা করে কোনো লাভ হবে না।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এদিকে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না আসলে জনগণ থেকে আরও দূরে সরে যাবে। তাই তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা নির্বাচনে আসুন।
ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোরেল এরিয়া শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে প্রয়োজনীয় ৬০ লাখ ডলার অনুদান হিসেবে দিচ্ছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। বাকি ১৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
কেওআইসিএর অর্থায়নে চট্টগ্রাম নগরকেন্দ্রিক মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রতিবেদনের ভিত্তিতে মেট্রোরেল ও পরিবহন অবকাঠামোখাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।