বিএনপি কোমড় ভেঙে গেছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৪ এএম, ৩রা ফেব্রুয়ারি ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপি কোমড় ভেঙে গেছে। তাই তারা এখন হাটার কর্মসূচি দিয়েছে। এবং হাটছে। দেখা যাক তারা কতদুর হাটতে পারে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, আগামী এক বছর পড়েই জাতীয় নির্বাচন সেটাও ভোটার উপস্থিত কম হবার কারণ। ব্রাক্ষণবাড়িয়ায় আব্দুস সাত্তারকে বিএনপি ধরে রাখতে পারে নাই সেটা তাদের ব্যর্থতা।
মন্ত্রী বলেন, গতকালের নির্বাচন ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক ভাল আর সুষ্ঠু হয়েছে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পথেই হাটবে এটাই প্রত্যাশা। আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছে না বলেই তারা মানুষকে নির্বাচন বিমুখ করছে।