ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:০৪ পিএম, ৭ই এপ্রিল ২০২৩

নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিদায়ী কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দার আত্মহত্যা করেছেন। তিনি ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন।
প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, গতকাল রাতে বাটা সিগন্যালের একটি বাসায় তিনি আত্মহত্যা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এর আগে নাবিল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে টেবিলের ওপর একটি ভাঙা চশমার ছবি আপলোড করে সেখানে ক্যাপশনে ‘বিদায়’ লিখে পোস্ট করেন। এরপর তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নাবিলের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে। তার বাবা নাম জসিম উদ্দিন হায়দার।