পানিতে ডুবে ২ শিশুর প্রাণহানি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২০ পিএম, ৩০শে মে ২০২৩

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ গোরস্থান-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে অনন্ত (৬) ও একই এলাকার নীরেনের ছেলে নির্ঝর (৯)।
আরও পড়ুন: মসিকের নৌকাকৃতি সড়কবাতির উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হেতেমখাঁ কবরস্থান-সংলগ্ন পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একজনকে মৃত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ৯ লাখ ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
