চুয়াডাঙ্গার সীমান্তে আড়াই কেজি সোনা জব্দ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩০ পিএম, ২৬শে অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদস্যরা ২ কেজি ৩৮৪ গ্রাম ওজনের ছোট বড় ৫টি স্বর্ণের বার আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝাঝাডাঙ্গা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই সোনা আটক করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকালে সীমান্ত মেইন পিলার ৭৯ হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পশ্চিম পার্শ্বে আম বাগানের মধ্যে অবস্থান করে।
অবস্থান কালে বেলা ১২ টার দিকে সন্দেহজনক ভাবে উক্ত এলাকা দিয়ে একজন ব্যক্তিকে সীমান্ত শূণ্য লাইনের দিকে যেতে দেখলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি হাতে থাকা সাদা রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি সশস্ত্র টহল দল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। জব্দকৃত শপিং ব্যাগটি তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট হতে ২ কেজি ৩৮৪ গ্রাম ওজনের ছোট বড় ৫টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরএক্স/