৪১ দেশে ছড়াচ্ছে করোনার নতুন ধরন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৬ পিএম, ২১শে ডিসেম্বর ২০২৩


৪১ দেশে ছড়াচ্ছে করোনার নতুন ধরন
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  গেল নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে এটির বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার হার ২৭ দশমিক ১। 


সংস্থাটির বরাত দিয়ে বুধবার (২০ ডিসেম্বর) ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিসংখ্যান থেকে বোঝা যায় করোনার ধরনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।


আরও পড়ুন: চা আনতে দেরি হওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা!


বিশেষ করে যেসব দেশে শীতকাল চলছে সেখানে এর বিস্তার বাড়তে পারে।


আরও পড়ুন: তামিলনাড়ুতে আবারও বন‍্যা, নিহত ১০


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের ৪১টি দেশে এরইমধ্যে এ ধরন শনাক্ত হয়েছে। প্রথম শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে।


জেবি/এসবি