চা আনতে দেরি হওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা!

নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে ঝগড়া। এরপর রাগের মাথায় স্ত্রীর গলায় তরোয়ালের কোপ মারেন ধরমবীর।
বিজ্ঞাপন
চা আনতে দেরি করায় তরোয়াল দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির নিকটে গাজিয়াবাদের ভোজপুর গ্রামে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে স্ত্রী সুন্দরী (৫০) কে চা করতে বলেছিলেন। কিন্তু স্ত্রী জানান চা তৈরি করতে কিছুটা দেরি হবে। এটাই ছিল তাঁর "অপরাধ"। কেন দেরি হবে? এনিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে ঝগড়া। এরপর রাগের মাথায় স্ত্রীর গলায় তরোয়ালের কোপ মারেন ধরমবীর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তামিলনাড়ুতে আবারও বন্যা, নিহত ১০
বিজ্ঞাপন
ঘটনাস্থলেই মারা যান সুন্দরী। ঘটনার সময় দম্পতির ৪ সন্তান পাশের ঘরে ঘুমোচ্ছিল বলে জানা গেছে। সুন্দরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থা সে পড়ে রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আরএক্স/








