Logo

বিদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৭:১৬
বিদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরের জন্য বড় ধরণের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছরের নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নির্মাণ শিল্প, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো দারুণভাবে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এসব খাতে দক্ষ স্থানীয় কর্মীর অভাবে মালিকপক্ষ দীর্ঘদিন ধরে বিদেশে থেকে শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে এই নমনীয়তা প্রদর্শন করেছেন। অতীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও শ্রমঘাটতি কমাতে একইভাবে এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

তবে সরকারের এই সিদ্ধান্তের বিপরীতে কিছু সমালোচনাও তৈরি হয়েছে। বিশেষ করে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো বলছে, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক আনা হলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

তবে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প ও পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তেই বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করার এই বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে এবং এর পরপরই আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD