মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস এলাকায় তামান এমাসে পরিচালিত সমন্বিত ‘অপস সাপু’ অভিযানে ৫৬ বাংলাদেশিসহ মোট ২১৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বিজ্ঞাপন
আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন। অভিযানের সময় বয়সের সীমা ছিল ২ থেকে ৫৩ বছর।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অভিযানে রাজধানীর বাণিজ্যিক এলাকা ও পার্শ্ববর্তী আবাসিক স্থানে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে—ড্রোন ও তাপ শনাক্তকারী সেন্সর—অভিযানটি পরিচালিত হয়। এ সময়ে কেউ পালানোর চেষ্টা করলেও দ্রুত তাদের অবস্থান শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তর, নেগেরি সেম্বিলান ও পেরাক রাজ্যের ২৭৯ কর্মকর্তা, এবং জাতীয় নিবন্ধন বিভাগের ১০ কর্মকর্তা অভিযানে অংশ নেন। পুরো অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি।
ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং স্বীকৃত নয় এমন পরিচয়পত্র বহনের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী তাদের শনাক্ত, আটক ও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।








