মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক জোরদার, নতুন যুদ্ধজাহাজ মোতায়েন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী অঞ্চলটিতে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (স্থানীয় সময় ২৯ জানুয়ারি) রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এর ফলে বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে।
অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং বৃহত্তর সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই মোতায়েন জোরদার করছে। সাম্প্রতিক সময়ে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতিরিক্ত নৌবহর, যুদ্ধবিমান ও সহায়ক সামরিক সরঞ্জামও মোতায়েন করা হয়েছে।
পর্যবেক্ষকদের ধারণা, সম্ভাব্য সংঘাতের ঝুঁকি মাথায় রেখেই ওয়াশিংটন এই সামরিক অবস্থান শক্তিশালী করছে। এদিকে তেহরান থেকেও যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ নিয়ে কঠোর প্রতিক্রিয়া ও সতর্কবার্তা এসেছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








