Logo

ইন্দোনেশিয়ায় যুগলকে রেকর্ড ১৪০ বেত্রাঘাত, অজ্ঞান তরুণী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৬, ১২:২৩
ইন্দোনেশিয়ায় যুগলকে রেকর্ড ১৪০ বেত্রাঘাত, অজ্ঞান তরুণী
ছবি: সংগৃহীত

মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগে ইন্দোনেশিয়ায় যুগলকে প্রকাশ্যে মোট ১৪০টি বেত্রাঘাত করা হয়েছে। একপর্যায়ে টানা বেতের আঘাত সহ্য করতে না পেরে ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জানুয়ারি) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একবারে এত সংখ্যক বেত্রাঘাতের ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন।

আক্রান্ত তরুণীর বয়স ২১ বছর। অভিযোগ প্রমাণিত হওয়ায় শরিয়া আদালতের রায় অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হয়। ইন্দোনেশিয়ার ৩৮টি প্রদেশের মধ্যে কেবল আচেহতেই সাধারণ আইনের পাশাপাশি কঠোর শরিয়া আইন কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন

এই শরিয়া আইনে মদ্যপানের জন্য সর্বোচ্চ ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে। যেহেতু ওই যুগলের বিরুদ্ধে দুটি অভিযোগই প্রমাণিত হয়েছে, তাই উভয় অপরাধের শাস্তি একসঙ্গে কার্যকর করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন যুগলসহ মোট চারজনের বিরুদ্ধে বেত্রাঘাতের দণ্ড কার্যকর করা হয়। জনসম্মুখে একটি মঞ্চে এই শাস্তি কার্যকর করেন তিন নারী পুলিশ সদস্য। একের পর এক আঘাতে প্রথমে কান্নায় ভেঙে পড়েন তরুণীটি। পরে তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। তখনই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আচেহ প্রদেশে এর আগেও প্রকাশ্যে বেত্রাঘাতের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার একাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD