১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি করাচিতে নামলো ফ্লাইট

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি ফ্লাইট পাকিস্তানের করাচিতে অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, ফ্লাইট অবতরণের সময় ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়। সংস্থাটি এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কের জন্য ‘একটি নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে।
ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে স্থানীয় সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়। উদ্বোধনী ফ্লাইটটি ‘পূর্ণ আসন’ নিয়ে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ঢাকা-করাচি রুট সংযোগ বৃদ্ধি, পর্যটন উন্নয়ন এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক হবে। তিনি আরও জানান, বাংলাদেশ বিমান ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়াবে ও ভাড়া কমাবে, যাতে ভ্রমণ আরও সাশ্রয়ী হয়।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরি বলেন, এই সংযোগ কেবল উড়োজাহাজ চলাচলেই সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য খাতেও দুই দেশের সহযোগিতা বাড়াবে।
বিজ্ঞাপন
ঢাকায় পাকিস্তান হাইকমিশন ও অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনী ফ্লাইটকে বিদায় জানান। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীরা সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় চালু হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।








