কেএনএফের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২১ পিএম, ১৪ই জানুয়ারী ২০২৪

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে পাইন্দু ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় রুমা উপজেলার রুমা-কেউকারাডং সড়কের হারমুন পাড়া এলাকায় এঘটনা ঘটে।
অপহ্নত উহ্লা মং মারমা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
আরও পড়ুন: বান্দরবানে নৌকার একক প্রার্থী বীর বাহাদুর
চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় জানান, উহ্লা মং মারমা সকালে কেউকারাডং এলাকায় গিয়েছিল।সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ৩ টায় কেউকারাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌছালে গাড়ি রোধ করে উহ্ল মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায় কুকি-চিন সদস্যরা। এর পর থেকে তার (উহ্লা মং মার্মা) ব্যাবহ্নত মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: চট্টগ্রাম-বান্দরবানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন
রুমা থান ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ শাহাজাহান সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের শিকার উহ্লা মং চেয়ারম্যানকে উদ্ধারে অভিযান চলমান আছে। বিস্তারিত পরে জানা যাবে।
জেবি/এসবি