সেন্টমার্টিনে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৪ এএম, ১১ই মার্চ ২০২৪


সেন্টমার্টিনে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ
ফাইল ছবি

চলতি মৌসুমে আর ভ্রমণপিপাসুরা যেতে পারবেন না প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে। মাহে রমজান আর মৌসুম শেষ পর্যায়ে চলে আসায় এমন সিদ্ধান্ত নিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল কর্তৃপক্ষ।


রবিবার (১০ মার্চ) কর্ণফুলি ক্রুজলাইনের এডমিন মোঃ নুরুল আলম বলেন, ইনানী জেটি সংস্থাপন কাজ এবং এপ্রিল মাসের আবহাওয়া ও কাল বৈশাখী ঝড়ের কথা বিবেচনা করে সেন্টমার্টিনে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রমজান মাস এবং ঈদুল ফিতরে এমভি বারোআউলিয়া ও কর্ণফুলি এক্সপেস জাহাজ চলাচল বন্ধ থাকবে। মূলত চলতি মৌসুমে জাহাজ চলাচলের ইতি টানা হয়েছে। আশা করি, আগামী পর্যটন মৌসুম সেপ্টেম্বর মাস হতে পর্যটকবাহি সকল জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন পুনরায় চলাচল করবে।


আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু


কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, সোমবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকছে। মূলত চলতি মৌসুমে ৩১ মার্চ পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করে। কিন্তু এরই মধ্যে রমজান শুরু হচ্ছে তাই জাহাজ কর্তৃপক্ষ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ বন্ধ ঘোষণা করেছে।


জেবি/এজে