সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডাক্তার বাবার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১০ই এপ্রিল ২০২৪


সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ডাক্তার বাবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পশ্চিম ফিরোজশাহ এলাকায় ছেলেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার প্রবীন চিকিৎসক এম কোরবান আলী মারা গেছেন। 


বুধবার (১০ এপ্রিল) সকাল ছয়টার দিকে নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন: চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন


হামলার ঘটনায় ছেলে আলী রেজা রানা আকবরশাহ থানায় মামলা দায়ের করেন।


আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরও পড়ুন: যেসব দেশে আজ ঈদ


উল্লেখ্য, নিহত চিকিৎসক এম কোরবান আলী সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কবিরুল ইসলামের ছেলে। ৬০ বছর বয়সী এই চিকিৎসক পরিবার নিয়ে পশ্চিম ফিরোজশাহ কলোনির গ্রিন টাওয়ারে থাকতেন। নগরীর ষোলশহর জাহানারা ডেন্টাল কেয়ার নামে তার ব্যক্তিগত চেম্বার রয়েছে।


জেবি/এজে