পাবনায় সিএনজি-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ নিহত ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৪ পিএম, ২১শে এপ্রিল ২০২৪

পাবনা সদর সিংগা বাইপাস পাবনা-রাজশাহী মহাসড়কে কাঠের মিলের সামনে অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল )রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক দুখু মিয়া (৩৫) ও যাত্রী মো. রমজান আলী (৫০)।
আরও পড়ুন: পাবনায় হিট স্ট্রোকে প্রাণ গেল একজনের
উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী অভিমুখী অ্যাম্বুলেন্স ও পাবনা অভিমুখী সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক দুখু মিয়া ও রমজান আলী নিহত হয়েছে । নিহত দুখু শালগাড়ীয়া মেরিল বাইপাস শামসুলের ছেলে ছেলে। ও নিহত রমজান আলী সালগারিয়া মেরিল বাইপাস এলাকা মৃত দরবেশের ছেলে।
আরও পড়ুন: পাবনায় বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত দুখু ও রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন। পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
