আবারও সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১১ পিএম, ২৮শে জুন ২০২৪

সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির ফলে নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের সদস্যসহ নিহত ২
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বেশ কয়েকদিন কমার পর হঠ্যাৎ করে আবারও বাড়তে শুরু করেছে।
এদিকে নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল, চরাঞ্চল ও বাধ অভ্যন্তরের বিভিন্ন এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। এসব অঞ্চলের ফসলি জমির পাট, তিল, আখ, সবজিসহ বিভিন্ন উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
